সিলেট ও সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

  • আপডেট টাইম : November 11 2024, 13:37
  • 15 বার পঠিত
সিলেট ও সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় সোয়া ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে।
সিলেট ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ৪০৩টি শাড়ি, ২ হাজার ৪১টি সানগ্লাস ও ৩টি বারকি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়।
এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, বিধি মোতাবেক আটককৃত এসব মালামালের ব্যবস্থা করা হবে। সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর