সিলটিভির সংবাদকর্মী দল সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায়। মহানগরীর ছড়ারপার এলাকায় অবস্থিত সর্বস্তরের নগরবাসীর অতি পরিচিত এই বাসাটি বানের পানিতে নিমজ্জিত। সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে, কেমন আছে পরিবারটি-কেমন আছেন জনতার কামরানের স্ত্রী-সন্তান সহ অন্যরা। জাকারিয়া হোসেনকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন কে আর চৌধুরী ইমন।

  • আপডেট টাইম : May 22 2022, 07:24
  • 213 বার পঠিত