গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : January 08 2022, 11:57
  • 331 বার পঠিত
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

পুলিশের একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছ।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের তত্ত্বাবধানে ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল দেবের নেতৃত্বে এসআই অনুজ কুমার দাশ, এসআই মাছুম আলম, এসআই মো মতিউর রহমান, এসআই দেবজিৎ, এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই মোস্তাক আহমদ, এএসআই জামাল মিয়া ও এএসআই নয়ন রায়ের সমন্বয়ে গঠিত এই বিশেষ দল শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় পরোয়ানাভুক্ত আসামি মুহিবুর রহমান, ইসমাইল আলী, আল আমিন, কনু মিয়া, জাহাঙ্গীর আলম, নানু মিয়া, তাজুল ইসলাম, রুহুল আমিন ও রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
পরে আসামিদেরকে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।

 

এই ক্যাটাগরীর আরো খবর