দুর্নীতিমুক্ত দেশ গড়তে জিরো টলারেন্স নীতি অবলম্ব করছেন প্রধানমন্ত্রী : সাংসদ হাবিব

  • আপডেট টাইম : December 09 2021, 13:04
  • 344 বার পঠিত
দুর্নীতিমুক্ত দেশ গড়তে জিরো টলারেন্স নীতি অবলম্ব করছেন প্রধানমন্ত্রী : সাংসদ হাবিব

সিলেট-৩ আসনের সাংসদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্ব করছেন। দুর্নীতির হাত থেকে সমাজকে রক্ষা করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ দুর্নীতি করলে আশ্রয়-প্রশয় দেন না।
বৃহস্পবিার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাংবাদিক এম আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আক্তার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো মাহবুবুর রহমান, সহকারী কমিশনার-ভূমি মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম খলিল, নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, লালাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক প্রমুথ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন পালিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি