বানিয়াচংয়ে মায়ের খোটার পরিণতিতে চাচীর হাতে প্রাণ গেলো আড়াই মাসের শিশুপুত্রের

  • আপডেট টাইম : December 08 2021, 15:13
  • 444 বার পঠিত
বানিয়াচংয়ে মায়ের খোটার পরিণতিতে চাচীর হাতে প্রাণ গেলো আড়াই মাসের শিশুপুত্রের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাচীর হাতে আড়াই মাসের এক শিশু খুন হয়েছে। কারণ জায়ের খোটা। পুলিশ শিশুহত্যার অভিযোগে চাচী শাহেনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, উপজেলার আমিরখানি মহল্লার ফয়েজ আহমেদ ও শাহেনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে। অন্যদিকে তার ভাই ফরহাদ মিয়া ও রোখসানা বেগম দম্পতির তিন সন্তানই ছেলে। তাই রোখসানা বেগম প্রায়ই শাহেনা বেগমকে বেশি মেয়ে সন্তান জন্ম দেওয়া নিয়ে খোটা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
ওসি জানান, এই মনোমালিন্যের জের ধরেই শাহেনা বেগম মঙ্গলবার বিকেলে রোখসানা বেগমের আড়াই মাসের সন্তান হোসাইনের গলায় আঙ্গুল ঢুকিয়ে দিলে শিশুটি মারা যায়। এ ব্যাপারে হোসাইনের পিতা ফরহাদ মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করলে পুলিশ শাহেনা বেগমকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, পুলিশের কাছে হোসাইনকে হত্যার দায় স্বীকার করেন শাহেনা বেগম। পরে বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায়ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই ক্যাটাগরীর আরো খবর