সরকারের বিরুদ্ধে হানিকর বক্তব্য দিয়ে পদ হারালেন গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেল

  • আপডেট টাইম : December 06 2021, 19:08
  • 437 বার পঠিত
সরকারের বিরুদ্ধে হানিকর বক্তব্য দিয়ে পদ হারালেন গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেল

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহামদ ফারুক হোসেন স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ছুটি নিয়ে বিদেশ গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাংলাদেশ সরকার ও স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য রেখেছেন, যা আইনগতভাবে মেয়রের পদ থেকে অপসারণযোগ্য অপরাধ। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য সফরকালে এই মতিবিনিময় সভায় আমিনুল ইসলাম রাবেল মন্তব্য করেন, উন্নয়ন বরাদ্দ পেতে স্থানীয় সরকার বিভাগে ৫ শতাংশ হারে ঘুষ দিতে হয়। এ সংক্রান্ত একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর