বাংলাদেশের উন্নতি দেখে পশ্চিমারা হতবাক : ছাতকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • আপডেট টাইম : December 02 2021, 16:37
  • 181 বার পঠিত
বাংলাদেশের উন্নতি দেখে পশ্চিমারা হতবাক : ছাতকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পশ্চিমারা এক সময় বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলতো; কিন্তু গত ১২ বছরে বাংলাদেশের উন্নতি দেখে হতবাক হয়ে গেছে।
তিনি আরও বলেছেন, যে পাকিস্তাান আমাদেরকে শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। প্রতিবেশী বিশাল ভারতের চেয়েও আমরা মাথাপিছু বেশি আয় করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতক উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোাবাল আইসিটি ‘এলিন্সিএ্যাওয়ার্ড’ ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় ‘এসোসিও লিডারশিপ এ্যাওয়ার্ড’ লাভ করায় এ সমাবেশর আয়োজন করা হয়।
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহসভাপতি রেজাউল করিম শামীম এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী।