মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসকে স্বাগত জানাতে আজ সিলেটে বিজয় শোভাযাত্রা

  • আপডেট টাইম : November 30 2021, 18:54
  • 381 বার পঠিত
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসকে স্বাগত জানাতে আজ সিলেটে বিজয় শোভাযাত্রা

এন্ড্রু আশীষ : আজ বুধবার পয়লা ডিসেম্বর। আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের প্রথমদিন। এ মাসটি আমাদেরকে উজ্জীবিত করে। আমরা একাত্তরে ফিরে যাই।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ‘যার যার যা আছে তাই নিয়ে’ জাতি জীবনবাজি রাখে মহান মুক্তিযুদ্ধে। অসীম সাহসে রুখে দাঁড়ায় পাকিস্তানি হানাদার বাহিনীকে। অকাতরে প্রাণ উৎসর্গ করে ‘মুক্তিরও মন্দিরও সোপানও তলে’। মাত্র নয়মাসে ত্রিশলাখ শহীদের রক্তে রঞ্জিত লালসবুজের পতাকা উড়ে পতপত করে। সত্যিই ‘অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয়-জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।’ বাংলা ও বাঙালি কখনও হারেনি-হারতে জানেনা। অসাধ্য সাধন করে এগিয়ে যেতে জানে। যাচ্ছে এগিয়ে ২০৪১ সালে কাঙ্ক্ষিত উন্নত স্বদেশ- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত হয়ে গেছে।
মহান বিজয়ের মাসকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠানমালার। সিলেটে এবারও জেলা প্রশাসনের উদ্যোগে বের হবে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হবে।