খালেদা জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠানোর দাবিতে স্মারকলিপি বিএনপির

  • আপডেট টাইম : November 24 2021, 16:25
  • 216 বার পঠিত
খালেদা জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠানোর দাবিতে স্মারকলিপি বিএনপির

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে সিলেট জেলা বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহবায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম প্রমুখ।
একই দাবিতে সিলেট মহানগর বিএনপিও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, সিসিক কাউন্সিলার অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমানগ নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য আব্দুর রহিম, আমির হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মকুল আহমদ মোর্শেদ, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, আবুল কালাম, সিলেট আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি