হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম : November 22 2021, 15:49
  • 214 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে দূরপাল্লার কোন বাস কোন গন্তব্যে ছেড়ে যায়নি। ফলে যাত্রীসাধারণকে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
রবিবার বিকেলে সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের বিভাগীয় কমিটির এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটি এবং হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলী জানান, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল আদায় ও ইজারা বিলোপ এবং সিটি করপোরেশনের নামে টোল আদায় বন্ধসহ কয়েকটি দাবি বাস্তবায়নের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘট চলাকালে পরিবহনগুলো বন্ধ থাকার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
মো সজিব আলী আরও জানান, দাবি নেমে নিলে তারা ধর্মঘট প্রত্যাহার কর নেবেন।