হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালাডোবা এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে অটোযাত্রী জান্নাত আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
একই ঘটনায় শিশুর পিতা ও দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়।
পুলিশ ও পারবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরতলির ভাদৈ গ্রামের ভ্যানগাড়ি চালক সোহাগ মিয়া স্ত্রী-সন্তান নিয়ে হবিগঞ্জ শহরের বানিয়াচং অটোস্ট্যান্ড থেকে অটোরিকশায় তার শ্বশুর বাড়ি বানিয়াচংয়ে শেখের মহল্লা গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা দেন। অটোরিকশার সামনের আসনে আরো দুই এসএসসি পরীক্ষার্থী উঠে।
পুলিশ জানায়, অটোচালক বেপরোয়া গতিতে কালাডোবা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং সোহাগ মিয়ার শিশুকন্যা জান্নাত আক্তার মারা যায়।
রাত ১০টার দিকে গুরুতর আহত সোহাগ মিয়া এবং এসএসসি পরীক্ষার্থী রাতুল আহমেদ ও তার মামা তানভীর মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত রাতুল আহমেদ বানিয়াচং নন্দিপাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তানভীর একই গ্রামের আনহার মিয়া ছেলে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।