সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হলেন ১৬ জন : ২ জন হলেন সহযোগী সদস্য

  • আপডেট টাইম : November 17 2021, 17:50
  • 201 বার পঠিত
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হলেন ১৬ জন : ২ জন হলেন সহযোগী সদস্য

সিলেট জেলা প্রেসক্লাব ১৬ জন সাংবাদিককে নতুন সাধারণ সদস্য করেছে। সহযোগী সদস্য করেছে ২ জনকে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নভেম্বর মাসের মাসিক সভায় এই সদস্যপদ চূড়ান্ত করা হয়।
মহানগরীর বারুতখানায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিক কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আল আজাদ। সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রথম সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয়।
নতুন সাধারণ সদস্যরা হলেন, দৈনিক উত্তরপূর্বর সাব এডিটর মনিকা ইসলাম, দৈনিক বিজয়ের কণ্ঠর বিশেষ প্রতিবেদক মো. রেজাউল হক ডালিম, দৈনিক উত্তরপূর্বর সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার মো. ইয়াকুব আলী, দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল, দৈনিক আমার সংবাদের সিলেট জেলা প্রতিনিধি মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জাগ্রত সিলেটের সিনিয়র রিপোর্টার তুহিন আহমদ, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ইমরান আহমদ (আহমদ ইমরান), দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুমন ইসলাম, দৈনিক উত্তরপূর্বর স্টাফ ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার মো. মেহেদী হাসান মিজু, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার মো. শাহীন ও দৈনিক আমার সংবাদের সিলেট প্রতিনিধি এ এস রায়হান।
সহযোগী সদস্য করা হয়েছে, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও দৈনিক আমার সংবাদের ফটোসাংবাদিক মো. শহীদুল ইসলাম সবুজকে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর