সুনামগঞ্জের লোকসংস্কৃতির ঐতিহ্য দেশের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে : খালিদ

  • আপডেট টাইম : November 13 2021, 17:25
  • 216 বার পঠিত
সুনামগঞ্জের লোকসংস্কৃতির ঐতিহ্য দেশের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে : খালিদ

সুনামগঞ্জ প্রতিনিধি : সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুনামগঞ্জের লোকসংস্কৃতির ঐতিহ্য বাংলাদেশের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সুনাম বৃদ্ধি করেছে দেশের। হাছন রাজা, রাধারমণ, আব্দুল করিম ও দুর্ব্বিন শাহসহ অসংখ্য বাউল-সাধক গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী ঘোষণা করেন, খুব শ্রীঘ্রই জগন্নাথপুরে রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণ করে হবে।
তিনি স্থানীয় শিল্পীদের ধামাইল গান ও নাচ উপভোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।