চাঁদাবাজির মামলায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ গ্রেফতার

  • আপডেট টাইম : November 10 2021, 11:21
  • 241 বার পঠিত
চাঁদাবাজির মামলায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজি মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ তাকে গ্রেফতার করলেও মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃত প্রসেনজিৎ চন্দ্র দেব শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চরের (নুূপুর পাড়া) প্রিয়তোষ দেবের ছেলে। র‌্যাব ৯ জানিয়েছে, তিনি চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তবে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯, সিপিসি-১, হবিগঞ্জের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ড্রাইভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রসেনজিৎ চন্দ্র দেবকে শায়েস্তাগঞ্জ থানার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব ৯ জানিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর