ইউপি নির্বাচন : জননিরপত্তার স্বার্থে সিলেটে ১৫ ইউনিয়নে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ

  • আপডেট টাইম : November 09 2021, 05:10
  • 170 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
এই ইউনিয়নগুলো হচ্ছে, সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিগাঁও, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই এবং বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরিপুর।
এসব ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৪ নভেম্বর ভোর ৬টা থেকে ১৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্রআইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।