সিলেট মহানগরীত ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক টমটম বন্ধে সিসিকের অভিযান শুরু

  • আপডেট টাইম : November 08 2021, 03:20
  • 199 বার পঠিত
সিলেট মহানগরীত ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক টমটম বন্ধে সিসিকের অভিযান শুরু

উচ্চ আদালতের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক ও টমটম বন্ধে অভিযান শুরু হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর সুবিদবাজার এলাকায় অভিযানে নেতৃত্ব দেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি জনসচেতনতার লক্ষ্যে ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক ও টমটমের চালকসহ যাত্রদের সঙ্গে কথাও বলেন।
অভিযানে ১২টি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, মহানগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।
সিসিক মেয়র বলেন, ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধে সিলেট সিটি কর্পোরেশন সোমবার থেকে নগরজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাবে।
সিলেটকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে প্রতিষ্ঠায় এই অভিযানে তিনি সর্বস্তরের নগরবাসীর সহয়োগিতা কামনা করেন।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও মেয়রের সহকারী একান্ত সচিব মো সোহেল আহমদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর