নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থী মো ইজাজুর রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ১২ নভেম্বর। এর পরপরই প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করার কথা; কিন্তু মো ইজাজুর রহমান ভরগাঁও বাজারে একটি ঘর ভাড়া নিয়ে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে প্রকাশ্যে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি বলেন, প্রতিক বরাদ্দের আগে কোন প্রার্থীরই কার্যালয় খুলে প্রচারণা চালানোর কোন বিধান নেই। কারো বিরুদ্ধে বিধি লঙ্ঘনের এমন অভিযোগ থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।