আজ কলংকিত জেল হত্যা দিবস : জাতি পরম শ্রদ্ধায় স্মরণ করছে চার জাতীয় নেতাকে

  • আপডেট টাইম : November 03 2021, 04:46
  • 157 বার পঠিত
আজ কলংকিত জেল হত্যা দিবস : জাতি পরম শ্রদ্ধায় স্মরণ করছে চার জাতীয় নেতাকে

নিজস্ব প্রতিবেদক : আজ তেসোরা নভেম্বর জেল হত্যা দিবস-বাংলা ও বাঙালির ইতিহাসের আরেকটি কলংকিত দিন। ১৯৭৫ সালের এ দিন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।
একাত্তরের মতো বঙ্গবন্ধুর অবর্তমানে যাতে জাতিকে নেতৃত্ব দিতে না পারেন সেজন্যে পনেরো আগস্টের ঘাতকচক্রই জাতীয় এই চার নেতাকে হত্যা করে।
জাতি প্রতিবছরের মতো এবারও পরম শ্রদ্ধায় এই চার নেতাকে স্মরণ করছে।
জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হজরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফির ও শিরণি বিতরণ করা হবে।
কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।