নবীগঞ্জে প্রার্থী চেয়ারম্যান পদে ৬৩ মেম্বার পদে ৪৮৪ ও নারী মেম্বার পদে ১৭৮

  • আপডেট টাইম : November 03 2021, 03:56
  • 205 বার পঠিত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আগামী ২৮ নভেম্বর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিদ্রোহী, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৬৩ জন, সাধারণ মেম্বার পদে ৪৮৪ জন ও নারী মেম্বার পদে ১৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
বিভিন্ন ইউনিয়নে চেয়ার‌মান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন : বড় ভাকৈরে (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (আ লীগ), বর্তমান চেয়ারম্যান সত্যজিৎ দাশ (বিদ্রোহী) ও রঙ্গলাল রায় (স্বতন্ত্র)।
বড় ভাকৈরে (পুর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ছুবা (আ লীগ), বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার (বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ (বিদ্রোহী) ও ফারুক আহমদ (স্বতন্ত্র)।
ইনাতগঞ্জে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা আছাবুর রহমান (আ লীগ), জাপা নেতা শাহীন আহমদ (জাপা), আওয়ামী লীগ নেতা লন্ডন প্রবাসী মো ছায়েদ উদ্দিন (বিদ্রোহী), যুবলীগ নেতা নোমান আহমদ (বিদ্রোহী) ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা মো মস্তফা কামাল।
দীঘলবাঁকে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ (আ লীগ), জাপা নেতা মো আব্দুল হান্নান চৌধুরী (জাপা), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারিক রনি, মো নফল উদ্দিন, লন্ডন প্রবাসী আব্দুল গাফ্ফার ও জাপা নেতা এলাওর মিয়া (বিদ্রোহী)।
আউশকান্দিতে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলাওর হোসেন (আ লীগ), যুবলীগ নেতা আব্দুল হামিদ নিক্সন (বিদ্রোহী), মোফাজ্জুল হক (স্বতন্ত্র) ও এজহারুল হক চৌধুরী ( স্বতন্ত্র)।
কুর্শিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লন্ডন প্রবাসী আলী আহমদ মুছা (আ লীগ), সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লন্ডন প্রবাসী সৈয়দ খালেদুর রহমান (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত (বিদ্রোহী), লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা আবু তালিম (বিদ্রোহী), লন্ডন প্রবাসী বিএনপি নেতা শামছুল হুদা চৌধুরী বাচ্চু (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী শেখ মো আব্দুল গফুর (স্বতন্ত্র) ও যুবলীগ নেতা জামাল আহমদ ( বিদ্রোহী)।
করগাওঁয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান (আ লীগ), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ছাইম উদ্দিন (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (জাপা), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (বিদ্রোহী) ও প্রাক্তন মেম্বার শেখ মো ইছাক মিয়া (স্বতন্ত্র)।
নবীগঞ্জ সদরে যুবলীগ নেতা হাবিবুর রহমান (আ লীগ), বর্তমান চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহমদ চৌধুরী (বিদ্রোহী), জাপা নেতা মুফতি মিয়া (জাপা), ছাত্রদল নেতা জাকির আহমদ চৌধুরী (স্বতন্ত্র), আতাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), খাজা সফি ওসমান খাকি চৌধুরী (খেলাফত আন্দোলন) ও হাফেজ কাজী রোহমাউর রশীদ চৌধুরী (স্বতন্ত্র)।
বাউসায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক (আ লীগ), সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী (বিদ্রোহী) ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু (স্বতন্ত্র)।
দেবপাড়ায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিত চৌধুরী (আ লীগ), যুবলীগ নেতা শামীম আহমদ (বিদ্রোহী), মো ফখরুল ইসলাম (স্বতন্ত্র), প্রাক্তন চেয়ারম্যান জাবিদ আলীর ছেলে শাহ রিয়াজ নাদির সুমন (স্বতন্ত্র) ও কুহিনুর মিয়া (স্বতন্ত্র)।
গজনাইপুরে আওয়ামী লীগ নেতা সাবের আহমদ চৌধুরী (আ লীগ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল (বিদ্রোহী), বিএনপি নেতা শফিউল আলম (স্বতন্ত্র), বিএনপি নেতা আবুল খায়ের কায়েদ (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ নেতা হাফেজ আইয়ুব আলী (বিদ্রোহী)।
কালিয়ারভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আহমদ (আ লীগ), বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (স্বতন্ত্র), আওয়ামী নেতা এমদাদুল হক চৌধুরী (বিদ্রোহী), জাপা নেতা হাফিজুর রহমান চৌধুরী (জাপা) ও বিএনপি নেতা আজিজ আহমদ (স্বতন্ত্র)।
পানিউন্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইজাজুর রহমান (আ লীগ) ও যুবলীগ নেতা বিদ্রোহী প্রার্থী মহিবুর রহমান মামুন (বিদ্রোহী)।