হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো অলিউল্লাহকে প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার মো অলিউল্লাহ হবিগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ইয়াছির আরাফাত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে কারাগার প্রেরণ করা হয়।
২০২২ সালে উপজেলা বিএনপির সহ সভাপতি মো অলিউল্লাহর বিরুদ্ধে জাল দলিল ও ভুয়া ওয়ারিশান তৈরির অভিযোগ এনে মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে আলেয়া খাতুন বাদি হয়ে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় মো অলিউল্লাহ আদালতে হাজির হয়ে জামিন প্রাথর্না করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী ছিলেন, আশরাফুল আলম খোকন। বিবাদি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক রাসেল।