সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে।
সোমবার প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, মেম্বার পদে ৩৫০ জন ও নারী মেম্বার পদে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার জাহিদুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও চেয়ারম্যান পদে শিমুলবাঁকে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান জিতু, পশ্চিম বীরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো সামছুল ইসলামসহ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শেষদিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের সুযোগ রয়েছে।