করোনার টিকা নিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা

  • আপডেট টাইম : November 01 2021, 08:20
  • 185 বার পঠিত
করোনার টিকা নিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা নিয়ছেন।
সোমবার সকালে সিলেট মহানগরীর শেখঘাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাইকে টিকা দেওয়া হয়।
করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক, ডীন প্রফেসর ডা রনজিত কুমার দে ও প্রফেসর মো তানভীর আহমেদ চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
উপাচার্য টিকা কার্যক্রম উদ্বোধন করে বলেন, করোনা মাহামারি ঠেকাতে সকলের টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
তিনি বাংলাদেশ সরকারের উদ্যোগে টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর