হবিগঞ্জ প্রতিনিধি : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল। প্রশিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যাগলয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড প্রদীপ কুমার পাণ্ডে। অন্যদের মধ্যে বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।