সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ঔষধ খাবে ৫ লাখ ৯০ হাজার শিশু

  • আপডেট টাইম : October 30 2021, 16:32
  • 227 বার পঠিত
সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ঔষধ খাবে ৫ লাখ ৯০ হাজার শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন. জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
শনিবার সকালে সুনামগঞ্জ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক টেবলেট খাইয়ে তিনি কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা মো আশরাফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার খানম।
আগামী এক সপ্তাহে পুরো জেলায় ৫ লাখ ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর