জগন্নাথপুরে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৬ যান চালকের জরিমানা

  • আপডেট টাইম : October 30 2021, 16:30
  • 203 বার পঠিত
জগন্নাথপুরে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৬ যান চালকের জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৬ যানবাহন চালককে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট ও হাসপাতাল পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর-সিলেট সড়কে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম জানান, যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর