দক্ষিণ সুরমায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : October 29 2021, 18:36
  • 208 বার পঠিত
দক্ষিণ সুরমায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের এসআই (নি) সুমন চক্রবর্তী একটি দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল আহমেদ (পিতা সুফিয়ান মিয়া, বড়ইকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট,) ও মো অলিউল্লাহকে (পিতা মৃত হেলাল মিয়া, বালিঝুড়ি, গৌরিপুর, ময়মনসিংহ, বর্তমান ঠিকানা বশির মিয়ার বাসা, বড়ইকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট) গ্রেফতার করেন।
গ্রেফতারকালে তাদের হেফাজাত হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মহাগরীর কাষ্টঘর এলাকা থেকে পাইকারি দরে কিনে এনে এই এলাকা সহ আশেপাশে মাদকসেবীদের নিকট বিক্রি করে থাকে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর