সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
আনন্দঘন পরিবেশে কেক কাটেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার (সদর) মো কামরুল আমিন, উপ পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ পুলিশ কমিশনার (পিওম) মো জাবেদুর রহমান ও উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ সহ সকল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
প্রধান অতিথি পুলিশ কমিশনার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মহানগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান, শান্তিশৃঙ্খলা রক্ষা ও আইনানুগ মানবিক পুলিশিংয়ের মাধ্যমে এসএমপির তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রেখে জনগণকে সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।-সংবাদ বিজ্ঞপ্তি