সিলেট মহানগরীতে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার : ১০ জন আটক

  • আপডেট টাইম : October 26 2021, 11:22
  • 213 বার পঠিত
সিলেট মহানগরীতে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার : ১০ জন আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেট মহানগরী থেকে ৯ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫৬৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় আরেক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা।
সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল মেজর মো মঈনুল ইসলাম ও সিনিয়র এএসপি মো লুৎফুর রহমানের নেতৃত্বে সিলেট মহানগরীর ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ সোহেল (পিতা ইউসুফ আলী, গোবিন্দশ্রী, বিয়ানীবাজার, সিলেট), মোহাম্মদ হাশেম (পিতা মো চান্দ আলী, গাজীরপাড়া, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট), মোহাম্মদ কাউসার (পিতা মৃত কামাল, দাসীজঙ্গল, গোসাইরহাট, শরিয়তপুর), মোহাম্মদ বাদশা (পিতা নূর ইসলাম, চন্নাপাড়া, কুতুবদিয়া, চট্টগ্রাম), মোহাম্মদ আরিফ (পিতা মোহাম্মদ আনোয়ার, চরফ্যাশন, ভোলা সদর, ভোলা), আমিনুল ইসলাম (পিতা মো মজিবুর রহমান, বৃনেথনগর, নবাবগঞ্জ, দিনাজপুর), মোহাম্মদ হানিফ (পিতা মৃত আবুল কাশেম, মুগদা, ঢাকা), স্বপন বিশ্বাস (পিতা শুভরঞ্জন বিশ্বাস, বর্ণাচর, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ) ও মোহাম্মদ সুমন (পিতা মৃত আব্দুর রহিম, সোননিবাসের পাশেরবস্তি, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা)-এই ৯ জনকে গ্রেফতার করে।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ব্যাটালিয়ন সদর কোম্পানির আরকেটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে মহানগরীর বুরহান উদ্দীন মার্কেট এলাকা থেকে ৫৬৫ ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী মো বাবুল মিয়াকে (পিতা মৃত ইয়াবুদ্দিন, নতুন বাবনগাঁও, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত সবাইকে আলামতসহ সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর