সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

  • আপডেট টাইম : October 24 2021, 02:22
  • 188 বার পঠিত
সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে মানববন্ধন করা হয়।
দলের জেলা সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল; কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও সেই স্বপ্ন পূরণ হয়নি বরং দিন দিন সাম্প্রদায়িক হামলা আরো বৃদ্ধি পাচ্ছে।
দ্রবমূল্যের উর্ধ্বগতিতেও তিনি উদ্বোগ প্রকাশ করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, আখলাকুর আসপিয়া, সদস্য সচিব শ্যামল কাপালী, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু তালেব মিয়া, ডা সুবাস কান্তি দাস, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার ও অর্জন চক্রবর্তী।-সংবাদ বিজ্ঞপ্তি