সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমজার স্মরণসভা

  • আপডেট টাইম : October 24 2021, 02:23
  • 644 বার পঠিত
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমজার স্মরণসভা

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার জীবন সদস্য সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, আজিজ আহমেদ সেলিম ছিলেন আপাদমস্তক সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সাংগঠনিক মানুষ হিসেবেও তিনি সকলের প্রিয় পাত্র ছিলেন।
শনিবার দুপুরে ইমজা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী। সাধারণ সম্পাদক আনিস রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি এস সুটন সিংহ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সদস্য প্রত্যুষ তালুকদার, মারুফ আহমদ, গোলজার আহমদ, এস আলমগীর ও যুগভেরীর চিত্রগ্রাহক রনজিত সিংহ।-সংবাদ বিজ্ঞপ্তি