র‌্যাবের অভিযানে বানিয়াচং থেকে পর্ণোগ্রাফি মামলার এক আসামি গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : October 23 2021, 16:14
  • 275 বার পঠিত
র‌্যাবের অভিযানে বানিয়াচং থেকে পর্ণোগ্রাফি মামলার এক আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জের বানিয়াচং থেকে সাইবার বুলিং ও পর্ণোগ্রাফি মামলায় এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ৯, সিপিসি-১, হবিগঞ্জের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে এফআর মুদি দোকানের একটি কক্ষ থেকে নবীগঞ্জ থানার মামলার আসামি আহাদুর রহমানকে (বয়স ৩৫, পিতা মো সল্লুক মিয়া, কুর্শা খাগাউড়া বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করে।
এ সময় তার নিকট থেকে অশ্লীল ছবি সম্বলিত মোবাইল ফোন, মেমোরিকার্ড ও সিমকার্ড উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর