নবীগঞ্জে ধর্মীয় সহিংসতা প্রতিরোধে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

  • আপডেট টাইম : October 23 2021, 16:06
  • 202 বার পঠিত
নবীগঞ্জে ধর্মীয় সহিংসতা প্রতিরোধে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নবীগঞ্জ প্রতিনিধি : দেশের কিছু এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা, ধর্ষণ এবং পূজামণ্ডপ ও বাড়িতে হামলা জাতীয় ধর্মীয় সহিংসতার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলার সনাতন সম্প্রদায়ের সকল সংগঠনের সহযোগিতায় শনিবার সকালে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি নারায়ণ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অধ্যাপক যতীন্দ্র চন্দ্র দাশ সামন্ত, ইসকন অধ্যক্ষ বিপিন বিহারী দাস, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রঙ্গলাল রায়, বিকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল দেব, সাধারণ সম্পাদক প্রাণেশ দেব, আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু।
সমাবেশে ঘোষণা করা হয়, ধর্মীয় সহিংসতা এখন থেকে প্রতিরোধ করা হবে।