তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : October 23 2021, 16:07
  • 188 বার পঠিত
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ

সিলেট সফররত বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে এসএমসিসিআইর সাবেক সভাপতি হাসিন আহমদ ও পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাশেম খান ও তুর্কি করপোরেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর আহমেদ ফারুক মুস্তাকোগলু।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক উপহার দেন ও ফুলেল শুভেচ্ছা জানান হাসিন আহমদ ও মোয়াম্মীর হোসেন চৌধুরী।
তারা সিলেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করেন।
তুরস্কের রাষ্ট্রদুত বলেন, সিলেটের পরিবেশ খুবই সুন্দর ও ব্যবসাবান্ধব। এখানে বিনিয়োগকারীদের জন্য সব সম্পদ ও যথেষ্ট সুযোগ রয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর