সিলেট সফররত বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে এসএমসিসিআইর সাবেক সভাপতি হাসিন আহমদ ও পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাশেম খান ও তুর্কি করপোরেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর আহমেদ ফারুক মুস্তাকোগলু।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক উপহার দেন ও ফুলেল শুভেচ্ছা জানান হাসিন আহমদ ও মোয়াম্মীর হোসেন চৌধুরী।
তারা সিলেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করেন।
তুরস্কের রাষ্ট্রদুত বলেন, সিলেটের পরিবেশ খুবই সুন্দর ও ব্যবসাবান্ধব। এখানে বিনিয়োগকারীদের জন্য সব সম্পদ ও যথেষ্ট সুযোগ রয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি