জাতীয় নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের শোভাযাত্রা

  • আপডেট টাইম : October 22 2021, 18:37
  • 236 বার পঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান ও টিআই শামসুল আলম।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। গাড়ি কিংবা বাইক চালাতে প্রশিক্ষণ নেওযা জরুরি। মনে রাখতে হবে, একটি ভুল হবে সারাজীবনের কান্না। তাই সবাইকে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর