‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সেন্ট্রাল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২-০ গোলে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজকে পরাজিত করে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় জেসিপিএসসির ফুটবল টিমের অধিনায়ক ওয়াহিদুজ্জামান রাহাত ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার কমান্ডার এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও জেসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড, কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড ও কমান্ডার ১৭ আর্টিলারি ব্রিগেড। এছাড়াও জালালাবাদ সেনানিবাস ও সিলেট সেনানিবাসের জ্যেষ্ঠ কর্মকতাবৃন্দ, জেসিপিএসসির অধ্যক্ষ লে কর্নেল মো কুদ্দুসুর রহমান, পিএসসি ও জেসিইএসসির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা সুস্থ মন ও মননের মহৌষধ। খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা আসে তেমনি নেতৃত্বের গুণাবলী অর্জিত হয়। খেলোয়াড়রা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে এবং খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেয়। তাদের ক্রীড়ানৈপুণ্যে সকলকে মুগ্ধ করে। আজকের এই কিশোর ফুটবলাররা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের সুযোগ পাবে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পরে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১’ শুরু হয়। প্রথম পর্বে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। সহকারী অধ্যাপক মোহাম্মদ লাহিনউদ্দিনের ধারাভাষ্য ও সহকারী শিক্ষক শর্মিলা দাশ সিমির সঞ্চালনায় খেলা পরিচালিত হয়। খেলার সার্বিক সমন্বয়ক হিসেবে কাজ করেন, জ্যেষ্ঠ ক্রীড়া শিক্ষক মো হারুন অর রশিদ ও ক্রীড়া শিক্ষক মো হুমায়ন কবির।-সংবাদ বিজ্ঞপ্তি