সুনামগঞ্জে আইয়ূব বখত জগলুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আরফিননগর

  • আপডেট টাইম : October 21 2021, 15:28
  • 226 বার পঠিত
সুনামগঞ্জে আইয়ূব বখত জগলুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আরফিননগর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুল স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
আয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদ জেলা স্টেডিয়ামে এর আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরফিন নগর এ এফ সি দল ২-১ গোলে জহিরুল এ এস সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদের উপদেষ্টা, পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন আরফিননগর এ এফ সি দলকে মোটর সাইকেল ও রানারআপ জহিরুল এ এস সি দলকে ফ্রিজ দেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর