যারা ভেজাল বীজ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেট টাইম : October 21 2021, 06:40
  • 166 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডসের উদ্যোগে বীজ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মো তমিজ উদ্দিন খান। ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডসের হেড অব ডিপার্টমেন্ট কৃষিবিদ মকবুল হোসেনের সভাপতিত্বে ও ন্যাশনাল এগ্রিকেয়ার এগ্রো-সিডস কোম্পানির হেড অফ ডেপুটি অপারেশন কৃষিবিদ মো আল আমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ এএইচএম হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক নয়ন মণি সূত্রধর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আশেক পারভেজ, এজিএম-এডমিন ও রেগুলেটরি কৃষিবিদ সোহেলুর রহমান, কৃষিবিদ তৌহিদুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ মাহবুবুল, আয়োজক প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার সেলিম আক্তার ও এসএমও ফারুক হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মো তমিজ উদ্দিন খান বলেন, যারা বাজারে ভেজাল বীজ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।