সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে চিকিৎসকদের মানববন্ধন মিছিল সমাবেশ

  • আপডেট টাইম : October 21 2021, 06:58
  • 169 বার পঠিত
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে চিকিৎসকদের মানববন্ধন মিছিল সমাবেশ

দেশের কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের চিকিৎসকরা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন ।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় মিড-লেভেল চিকিৎসক পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
প্রথমে একটি বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয।
এতে বক্তারা, সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, ও নার্সিং এসোসিয়শনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।-সংবাদ বিজ্ঞপ্তি