মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলার সর্বত্র দিনব্যাপী বয়ান ও ধর্মীয় অনুষ্ঠানমালাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার দুপুরে প্রতিবছরের মতো এবারও শহরে জশনে জুলুসে বের হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে বর্ণিল এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্বনবী হযরত মোহাম্মদের (স) আগমনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার মাওলানা হারিস-আল-কাদিরি, আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলা শাখার কাজি মো কুতুব উদ্দিন, মো রাসেল মোস্তফা ও মোওলানা আব্দুর রহিমসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আলোচক ছিলেন, টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো শামসুল ইসলাম ও দারুল উলুম টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা মো সিরাজুল ইসলাম। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।