ছাতকে পালিত হলো উদয়ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম : October 20 2021, 16:36
  • 190 বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে উদয়ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জাউয়াবাজার সরকারি প্রাথমিক প্রাঙ্গণে সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো শফিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, জাওয়াবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, সিংচাপড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহিদ আলী, জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাউজ্জামান শিলু, জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ সাজ্জাদুর রহমান ও জাউয়াবাজার ইউপি মেম্বার আব্দুল হক।