সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : October 19 2021, 04:42
  • 242 বার পঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ নানা কর্মসূচিতে উদযাপন করেছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানেই আলোচনা সভা এবং বঙ্গবন্ধুসহ পনেরো আগস্টের সকল শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল ছোট বয়সেই মানবিক, নেতৃত্বসুলভ আচরণ ও পরোপকারী গুণাবলীর অধিকারী ছিলেন।
দেশের শত্রুরা সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বর্বর ও নির্মম হত্যাকাণ্ডে সপরিবারে শিশু রাসেলকেও হত্যা করে।
অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা ফখর উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো ছানোয়ার হোসেন মিয়া।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর