আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলো সিলেট জেলা প্রেসক্লাব

  • আপডেট টাইম : October 19 2021, 04:45
  • 191 বার পঠিত
আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলো সিলেট জেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাব সংগঠনের পরপর দুবার নির্বাচিত সভাপতি আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে সোমবার বাদজোহর হজরত শাহজালাল (র) দরগা কবরস্থানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফাতেহা পাঠ ও দরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সদস্য প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, সদস্য মির্জা সুহেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী পরিষদ সদস্য ইউসুফ আলী, সদস্য আবু বক্কর, মরহুম আজিজ আহমদ সেলিমের ছোটভাই জাবের আহমদ চৌধুরী, ফটো সাংবাদিক আহমদ শাহিন, ফটো সাংবাদিক কাওছার আহমদ ও জেলা প্রেসক্লাবের অফিস সহকারী হাফিজ মোহাম্মদ আলী।

এই ক্যাটাগরীর আরো খবর