শারদীয় দূর্গাপূজায় কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক চক্রের হামলা, নির্যাতন, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নয়াসড়ক সার্বজনীন পূজা পরিষদ বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার বিকেলে মহানগরীর নয়াসড়ক থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন, নয়াসড়ক সার্বজনীন পূজা পরিষদের সভাপতি বিনিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অভিজিৎ সেন, জ্যেষ্ঠ সদস্য শংকর দাস, গৌরাঙ্গ বণিক, সঞ্জিত কর, সুমন রায়, সুবল কর্মকার, কিংশুক বিশ্বাস শুভ, জীবন কর্মকার, সুমিত রায়, অনিরুদ্ধ ভট্টাচার্য্য অভি, মৃদুল সেন, বিধায়ক চক্রবর্তী ইমন, গৌরব চৌধুরী,
অংশুমান ভট্টাচার্য্য অভ্র, সৃজন দাস, সজীব চৌধুরী সৌমিত, পল্লব সেন, অর্নব সাহা শুভ, অর্নক দাশগুপ্ত, কৃষ্ণ রঞ্জন চৌধুরী, বাঁধন দাস, সীমান্ত পাল, হৃদয় সেন, গৌরব বণিক, দেবর্ষী চৌধুরী, অভিষেক চৌধুরী, সৌভিক চৌধুরী, কৌশিক সূত্রধর, অলক চক্রবর্তী, সুজয় চক্রবর্তী, ধ্রুবজ্যোতি দাস ও তাওয়েম রাহুল সিংহ।-সংবাদ বিজ্ঞপ্তি