সরকার বিশুদ্ধ পানি নিশ্চিত করতে সর্বত্র গভীর নলকূপ স্থাপন করছে : হাবিব

  • আপডেট টাইম : October 17 2021, 03:26
  • 226 বার পঠিত
সরকার বিশুদ্ধ পানি নিশ্চিত করতে সর্বত্র গভীর নলকূপ স্থাপন করছে : হাবিব

সিলেট-৩ আসনের সাংসদ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিরাপদ পানি মানুষকে সুস্থভাবে বাঁচতে সহযোগিতা করে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি নিশ্চিত করতে দেশের প্রতিটি এলাকায় গভীর নলকূপ স্থাপন করছে।
তিনি জানিয়েছেন, সিলেট-৩ নির্বাচনী এলাকায় সরকারের এই কার্যক্রম চলমান রয়েছে। এলাকার জনগণ যাতে সহজেই বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন সে ব্যাপারে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গভীর নলকূপ স্থাপন বিষয়ে সরকারি ফি ব্যতিত অন্য কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। যদি কেউ টাকা দাবি করে তাহলে প্রমাণসহ তাকে জানালে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংসদ হাবিবুর রহমান হাবিব শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ সুরমা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা সহকারী কমিশনার-ভূমি মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন আহমদ, বদরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আক্তার, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসফাকুর রহমান চৌধুরী।
পরে সাংসদ হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর