র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে হত্যামামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার বিকেল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ থেকে চুনারুঘাট থানার একটি হত্যামামলার এজাহার নামীয় পলাতক ১ নম্বর আসামি রুহুল আমীনকে (পিতা ফরিদ মিয়া, বরমপুর, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি