সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

  • আপডেট টাইম : October 17 2021, 18:05
  • 186 বার পঠিত
সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বর প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার (১৮ অক্টোবর)। ২০২০ সালের এদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ সাংবাদিক মারা যান।
দিনটি উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে রয়েছে, বাদ জোহর হজরত শাহজালাল (র) দরগা মসজিদে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। এরপর কবর জিয়ারত ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
কর্মসূচিতে সিলেট জেলা ক্লাবের সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ অনুরোধ জানিয়েছেন।
আজিজ আহমদ সেলিমের পরিবারের পক্ষ থেকেও দিনটি পালনে কবর জিয়ারত, কোরআন খতম ও বাদ আসর আম্বরখানা সরকারি কলোনি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আজিজ আহমদ সেলিমের ছোটভাই জাবের আহমদ চৌধুরী পারিবারিক কর্মসূচিগুলোতে সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর