নিজস্ব প্রতিবেদক : শারদীয় দূর্গাপূজা চলাকালীন মহানগরীর হাওলাদারপাড়ায় ভাটিবাংলা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক ও সরকারি দায়িত্বে নিয়োজিত পুলিশের উপর হামলাকারীদের মধ্যে এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। এ দিন রাত ২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন জালালিয়া আবাসিক এলাকা, নতুনবাজার, আখালিয়া বড়বাড়ী ও মোহাম্মদীয়া আবাসিক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।