এনইইউবি উপাচার্যের সঙ্গে ইউকে ভিত্তিক নাজটেক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : October 16 2021, 18:08
  • 156 বার পঠিত
এনইইউবি উপাচার্যের সঙ্গে ইউকে ভিত্তিক নাজটেক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবির উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সঙ্গে ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান নাজটেকের প্রতিনিধিবৃন্দ শনিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন।
নাজটেকের চিফ এক্সিকিউটিভ নাজ আহমেদ এবং পরিচালক সিয়াম আহমদ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডীন প্রফেসর মো তানভীর আহমেদ চৌধুরী ও রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক।
উপাচার্য নাজটেক কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশের শিক্ষার্থীদের আইটি সেক্টরে দক্ষতা অর্জনে বিভিন্ন কর্মশালার মাধ্যমে নাজটেক সহায়তা করতে পারে।
তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশে আগমনের জন্য নাজটেক প্রতিনিধিদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।-সংবাদ বিজ্ঞপ্তি