সিলেট জেলা পুলিশ সুপারের মায়ের ইন্তেকাল : সকলের নিকট দোয়া কামনা

  • আপডেট টাইম : October 15 2021, 12:37
  • 199 বার পঠিত
সিলেট জেলা পুলিশ সুপারের মায়ের ইন্তেকাল : সকলের নিকট দোয়া কামনা

সিলেট জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের রত্নগর্ভা মা ফাতেমা জাহান বানু আর নেই।
শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)।
ফাতেমা জাহান বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ।
জানাজা শেষে মায়ের মরদেহ নিয়ে পুলিশ সুপার সপরিবারে গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশার উদ্দেশ্যে রওয়ানা হন।
মাসখানেক আগে ফাতেমা জাহান বানু স্ট্রোকে আক্রান্ত হলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন। এরপর থেকে নিবিড় পরিচর্যায় পুলিশ সুপারের সরকারি বাংলোতে অবস্থান করছিলেন। গত বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পুলিশ সুপার, সিলেটের মাতৃবিয়োগে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন-এই দোয়া করার জন্য জেলা পুলিশের পক্ষ হতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

 

এই ক্যাটাগরীর আরো খবর