মৌলভীবাজারে মনু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  • আপডেট টাইম : October 15 2021, 16:06
  • 214 বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হলো।
পিত্রালয় থেকে পুত্র-কন্যাসহ স্বামীগৃহে ফিরলেন দেবী দুর্গতিনাশিনী। তাকে বিদায় জানাতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমে পূজারীদের। বাজতে থাকে বিষাদের সুর। এর মধ্যেই বিসর্জনের প্রস্তুতি চলতে থাকে।
শুক্রবার সকালে জেলার সব পূজামণ্ডপে বিহিত পূজার মাধ্যমে পালিত হয় বিজয়া দশমী। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর পরই শুরু হয় প্রতিমা বিসর্জন। শঙ্খ, উলুধ্বনি, খোল-করতাল, ঢাক-ঢোল ও কাঁসার বাদ্যের সঙ্গে মনু নদীতে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এ বছর মৌলভীবাজারে সার্বজনীন ও পারিবারিক মিলে ১০০৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জুম্মার নামাজের পরপরই বিসর্জন ঘাট পর্যন্ত প্রতিটি মন্দিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও পৌর মেয়র মো ফজলুর রহমানসহ জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। র‌্যাবও টহলে ছিল।

এই ক্যাটাগরীর আরো খবর